Site icon Aparadh Bichitra

পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া

পটুয়াখালী প্রতিনিধঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। সোমবার বেলা ১১টায় মির্জাগঞ্জ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা এ্যাড. আফজাল হোসেন। মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি গাজী আত্হার উদ্দীন আহম্মেদ ও সাধারন সম্পাদক জসিম উদ্দী জুয়েল ব্যাপারী।

মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন সবুজ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. উজ্জল বোস, শ্রম বিষয়ক সম্পাদক এ্যাড. আখতারুজ্জামান শাহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহানুর হক ব্যাপারী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপিত ইসমাইল হোসেন মৃধা, হাবিবুর রহমান খান, সদস্য মাসুদ রানা, মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিব মৃধা।

এসময় মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক জালাল জমাদ্দার সহ উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি অংগ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন সুবিদখালী জামে মসজিদে খতিব মাও. ওবায়দুর রহমান।