Site icon Aparadh Bichitra

কান্দাহারে তালেবানের সর্বোচ্চ নেতা, জনসম্মুখে আসবেন শিগগিরই

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে পৌঁছেছেন তালেবানের সর্বোচ্চ নেতা। তালেবানের উপমুখপাত্র বিলাল করিমি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করে বলেছেন যে, হাবিতুল্লাহ আখুনদজাদা খুব শিগগিরই জনসমক্ষে আসবেন। তবে হাবিতুল্লাহ এত দিন কোথায় ছিলেন বা কোন জায়গা থেকে কান্দাহারে এসেছেন—এ বিষয়ে কিছু উল্লেখ করেননি বিলাল করিমি। চলতি মাসের ১৫ আগস্ট কাবুলে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এই প্রথম নিজেদের সর্বোচ্চ নেতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলল তালেবান। তালেবানের নেতাকে হাবিতুল্লাহকে এর আগে কখনো জনসমক্ষে দেখা যায়নি। এদিকে আগামী এক অথবা দুই সপ্তাহের ভেতর নতুন মন্ত্রিসভা গঠন করা হতে পারে বলে জানিয়েছে তালেবান। তবে এই মন্ত্রিসভায় নারীদের স্থান হবে কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গত শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানান। অন্যদিকে, ঠিক কত তারিখে মন্ত্রিসভার ঘোষণা আসতে পারে সে ব্যাপারেও কিছু জানানো হয়নি। তবে সরকার গঠন না করলেও ইতিমধ্যে চারজন মন্ত্রীর নাম ঘোষণা করেছে তালেবান। অর্থমন্ত্রী হিসেবে গুল আগা ও ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিমের নাম সামনে এসেছে। গোয়েন্দাপ্রধান হিসেবে যোগ দিয়েছেন নাজিবুল্লাহ। আর ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে এক সময় বন্দী থাকা জাকির আবদুল গোলাম রসুলকে দায়িত্ব দেয় তালেবান। আর ভারপ্রাপ্ত উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী হিসেবে আবদুল বাকি হাক্কানিকে নিয়োগ দেওয়া হয়। সংগৃহিত