বেসিক ব্যাংকের শ্রেণীকৃত ঋণ আদায়ে মাসব্যাপি কর্মসূচির উদ্বোধন

0
523

“সময়মত ঋণ পরিশোধ করি, সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে সেপ্টে¤॥^র ২০২১ মাসব্যাপি শ্রেণীকৃত ঋণ আদায়ের বিশেষ কর্মসূচি পালন করছে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড। বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান মতিঝিলস্থ ব্যাংকের প্রধান কর্পোরেট শাখায় এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত খেলাপী গ্রাহকগণ নগদ জমা হিসেবে ১ (এক) কোটি টাকার চেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও’র নিকট হস্তান্তর করেন এবং প্রায় ২০০ কোটি টাকার খেলাপী ঋণ নিয়মিত করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন, মোঃ ইসমাইল, মোঃ মমিনুল হক উপস্থিত ছিলেন। কর্মসূচি অনুযায়ী ব্যাংকের সকল শাখাকে সুনির্দিষ্ট এবং কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণে শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ের নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া প্রতিটি শাখায় ‘মিট দ্য বরোয়ার’ সভা করে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করা হবে। এসব সভায় ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকবৃন্দ এবং সংশ্লিষ্ট শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত থেকে তাৎক্ষণিক সিন্ধান্ত ও পরামর্শ প্রদান করবেন। নগদ আদায়কে মাসব্যাপি এই কর্মসূচিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × one =