Site icon Aparadh Bichitra

সিদ্ধিরগঞ্জে তিতাসের জায়গা দখল করে দোকান নির্মাণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড হালিমা সুপার মার্কেট সুগন্ধা হাসপাতালের নিচে তিতাস গ্যাসের জায়গা দখল করে দোকান নির্মাণ করতে দেখা গেছে। মোটা অংকের এডভান্সের মাধ্যমে ভূমিদস্যুরা এ দোকান অবৈধ ভাবে গড়ে তুলেছে বলে জানা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ইট, বালু, রড, সিমেন্ট দিয়ে তিতাস গ্যাসের নিজস্ব জায়গার উপর দোকান নির্মাণ করছে। শুধু তাই নয় তিতাস গ্যাসের জায়গা দখল করে বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা জামানত এবং মাসিক মোটা অংকের ভাড়া দিচ্ছে চিহ্নিত এ ভূমিদস্যুরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানায়, হাজী আহসান উল্লা সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ হবুলের নির্দেশে তিতাস গ্যাসের জায়গায় দখল করে এ দোকান উঠানো হচ্ছে। মোটা অংকের এডভান্স নিয়ে এবং মাসিক ভাড়ার বিনিময়ে দোকান নির্মাণ করা হচ্ছে। উক্ত বিষয়ে হাবিবুল্লাহ হবুলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তা করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জের তিতাসের কর্মকর্তারা বলেন, তিতাস গ্যাসের জায়গার উপর যদি কোন ব্যক্তি অবৈধ ভাবে কোন কিছু নির্মাণ করে তাহলে তাদেও বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে। চিটাগাংরোডে সুগন্ধা হাসপাতালের নিচে তিতাসের জায়গা দখলের বিষয়ে অব্যশই ব্যবস্থা গ্রহন করা হবে।