Site icon Aparadh Bichitra

কাচঁপুর হাইওয়ে পুলিশের নেতৃত্বে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ ঢাকা চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাচঁপুরে অবৈধ ভাবে ফুটপাতে গড়ে উঠা পাঁচশতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ  অভিযান পরিচালনা করেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। 

 যানচলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রী সাধারণের চলাচলে ভোগান্তি কমাতে  মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান। 

আজ  রবিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে টিআই অমর ফারুক সহ কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যদের সহযোগীতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান যানচলাচল স্বাভাবিক রাখতে এই আভিযান পরিচালনা করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য কাচঁপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রতি সপ্তাহে মনিটরিং করা হবে। মহাসড়কে প্রতিবন্ধকতা মোকাবেলায় এ অভিযান অব্যাহত থাকবে।