কুয়াকাটা সৈকতে ভেসে এলো আরও একটি মৃত ডলফিন

0
421

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এলো  ১২ ফুট লম্বা একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে ৪ কিলোমিটার পূর্বদিকে ফরেস্ট ক্যাম্প সংলগ্ন সৈকতে মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। স্থানীয়রা জানান, মাছটির শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে কমপক্ষে তিন-চার দিন পূর্বে মৃত হয়েছে। স্থানীয় যুবক জুয়েল বলেন, সৈকতে ঘুরতে এসে সকালে আমি ডলফিনটিকে দেখতে পাই।স্থানীয় জেলে শাহাবুদ্দিন জানান,আজকে এই ডলফিনটি ভেসে আসছে। কয়েকদিন আগেও একাধিক মৃত ডলফিন ভেসে এসেছে ।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি’র টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, চলতি বছরে যতগুলো ডলফিন আসছে তারমধ্যে এটি সবচেয়ে বড় ১২ ফুটের উপরে। ডলফিনের মৃত্যু রোধে খুব দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান,  মাছগুলো মারা যাওয়ার সঠিক কারণ বলা যাচ্ছে না। উর্ধতন কর্মকর্তাদের বেশ কয়েকবার কথা হয়েছে। তবে এই ধরনের ডলফিনগুলো মাছ খেয়ে বেচে থাকে তাই বেশীরভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে বলে তিনি জানান ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen + 12 =