পটুয়াখালী জেলা পরিষদ কর্তৃক স্বাস্থ্য বিভাগে ৬৪টি অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক প্রদান

0
404

পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস কিংবা অনান্য জটিলতায় আক্রান্ত রোগীদের ব্যবহারের জন্য পটুয়াখালী জেলা পরিষদের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৬৪টি মেডিকেল অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। পটুয়াখালী জেলা পরিষদ মিলনায়তনে সিভিল সার্জন জাহাংগীর আলম সিপন এর কাছে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান মোহন এসব অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন মাস্ক হস্তান্তর করেন। জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন এর সভাপতিত্বে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথির অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মেদ, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এর সহকারী পরিচালক ডাঃ লোকমান হাকিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ রফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এ্যাড. উজ্জল বোস, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রমুখ। এসময় জেলা পরিষদের সদস্য অন্যান্য সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন তার বক্তব্যে জেলা পরিষদের এমন মানবিক কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান।

সিভিল সার্জন জাহাংগীর আলম সিপন তার বক্তব্যে বলেন, বর্তমান সময় করোনার সংক্রমণ হার অনেকটা কম থাকলেও যে কোন সময় আক্রান্তের হার বৃদ্ধি পেতে পারে সে কারনে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 + 18 =