মননে প্রতিবাদ

0
790

সৈয়দ মুন্তাছির রিমন

তুমি রাজনীতি করতে চাও

না কি সাধারণ মানুষের মতো

বেচেঁ থাকতে চাও।

না, না, না এই সমাজ ব্যবস্থা

তোমার আইডেন্টটি চায়?

তুমি ভাবছো ভোটার আইডি কার্ড!

না, এ সমাজ পারিবাবিক পরিচয় চায়।

তুমি রাজাকার না মুক্তিযোদ্ধা পরিবার

তুমি বাম ঘরে না কি ডান ঘরে জন্ম।

তাও ঠিক ঠিক মিলে গেলে-ই শেষ নয়

আরো আছে শোষকের কিঞ্জা কাহিনী।

তুমি কার লোক!

কোন দালাল তোমার নেতা?

তুমি সামাজিক সংগঠন চাও

মানবতায় মানবিক হতে চাও!

সেখানে আছে গোষ্টীগত প্রভাব

নদীর দুকুলেই বসেছে শয়তান

মধ্যখানে তুমি জ্বলে পিষ্ট সাধারণ।

মদ-নারী যদি হয় তোমার পছন্দ

তাহলে নেই কোন তোমার হাতকড়া,

জেল-জুলুম হুলিয়ার পায়তারা

ফুলের মালায় হবে সকাল-সন্ধা পূজা।

যদি তুমি মেধা মনননে দেশ চাও

সেখানেও তোমার অযোগ্যতা,

তাই তুমি সাধারণ নয় অসাধারণও নয়

তুমি জলন্ত শিখায় হউ প্রতিবাদী।

লেখক: ফ্রান্স।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 − five =