মহান শিক্ষা দিবস উপলক্ষে রংপুরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিলে পুলিশী বাঁধা

0
370

১৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর মহানগর শাখা উদ্যোগে মহান শিক্ষা দিবস উপলক্ষে মিছিলে পুলিশী বাঁধার মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সংগঠনের মহানগর কমিটির সভাপতি যুগেশ ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখে সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার মৌ, বেরোবির সভাপতি রিনা মুরমু প্রমূখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন স্বৈরাচার সামরিক সরকার এস এম শরীফের নেতৃত্বে বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িককীকরণ শিক্ষানীতির আন্দোলনের যারা প্রাণ দিয়েছেন, তাঁদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছে স্বাধীনতা পরবর্তী সকল শাসকগোষ্ঠী। সেজন্য শিক্ষাকে প্রতিনিয়ত বেসরকারিকীকরণ-বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ করে চলছে।

শিক্ষা দিবসের সমাবেশে থেকে বক্তারা আরো বলেন, করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করা, ঝরে পড়া শিক্ষার্থীদের আর্থিক  সহায়তা ও মিড-ডে মিল চালু এবং রংপুর সিটিতে পর্যাপ্ত সরকারী হাই স্কুল নির্মাণ করতে হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 + 16 =