জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের এ চিত্রগুলো আপনার কলিজা নাড়িয়ে তুলবে

0
671

হসপিটালের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হল কার্ডিওভাসকুলার ব্লক । যেখানে ছেঁড়া কাটা রগ জোড়া লাগানো হয়। এটি একটি ইমারজেন্সি বিভাগ। এই বিভাগের বাথরুমের অবস্থা এতটাই খারাপ যে দীর্ঘদিন যাবৎ বাথরুমের দরজার ছিটকিনির আশেপাশের পুরোটাই ভাঙ্গা । বাথরুমের দরজার সামনেই ব্যান্ডেজ করা রক্ত এবং কাপড় পড়ে আছে যেগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না। এবং এই হসপিটালের করোণা ইউনিটের বাথরুমের অবস্থা এর চেয়েও বেহাল দশা! দেখলেই মনে হবে সপ্তাহ গেলেও পরিষ্কার করার কোনো নাম গন্ধ নেই । এবং এর বিভিন্ন জায়গায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। যেখান থেকে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অত্র হসপিটালের পরিবেশ,প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বেতন-ভাতা ঠিকি নিচ্ছেন, কিন্তু হসপিটালের দিকে কেউ নজর দিচ্ছেন না ।

এতে করে সাধারণ রোগীরা বিপর্যয়ের শিকার হচ্ছেন এবং হাসপাতালে রোগ সারাতে এসে নিজেরাই রোগী হয়ে বাড়ী ফিরছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen + 18 =