Site icon Aparadh Bichitra

আফগানিস্তানের মন্ত্রী পরিষদ-২১

তিনি আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী। নাম: ডা. কালান্দার ইবাদ। প্রফেশনাল ডাক্তার। তিনি জাতীয় পর্যায়ের খ্যাতিমান ইউরোলজি বিশেষজ্ঞ। প্রচুর রোগী তাঁর চিকিৎসা গ্রহণ করে লাভবান হয়েছেন এবং হচ্ছেন। তাঁর সাথে ডেপুটি মন্ত্রী আছেন আরও দুইজন। সবাই প্রফেশনাল ডাক্তার।

ক. ডা. আব্দুল বারি ওমর

খ. ডা. মুহাম্মদ হাসান গিয়াসী

বাণিজ্যমন্ত্রী হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাঁরা সবাই জাতীয় পর্যায়ের ব্যবসায়ী। সিআইপি।

১. হাজী নুরুদ্দীন আজিজি

২. হাজী মুহাম্মদ বশীর

৩. হাজী মুহাম্মদ আজিম।

পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার মুজিবর রাহমান ওমরকে।

পারমাণবিক শক্তি কমিশনের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার নাজিবুল্লাহ।

‘আপনারা শুনে অবাক হবেন’, যে উগান্ডা নিয়ে আমরা ট্রল করি উঠতে বসতে, তার স্বাস্থ্যমন্ত্রীও একজন খ্যাতনামা ডাক্তার। অথচ এই পৃথিবীর বুকে একটি দেশ আছে যেখানে শিক্ষামন্ত্রী ডাক্তার, স্বাস্থ্যমন্ত্রী কর্পোরেট শিল্পপতি ইত্যাদি নানান সব্যসাচী অলরাউন্ডার  লোকজনে ভর্তি। আবার সে দেশে কিছু সাংবাদিক আছেন, যারা নিউজও করে: আপজ্ঞান অর্থমন্ত্রণালয়ের কারও অর্থনীতিতে ডিগ্রি নেই।

ক্রিকেটে কেন নারী নেই, এই খবরই শুধু প্রচারিত হয়। ওরা এই খবরগুলো প্রচারের সাহস পায় না। কাপুরুষের দল!

[নজরুল ইসলাম ভায়ের পোস্টের সাথে ঈষৎ সংযোজিত]