প্রস্তাবিত দক্ষিনছাতক উপজেলা নিয়ে বিতর্ক

0
355

ছাতক (সুনামগঞ্জ)প্রতি‌নি‌ধি: সুনামগঞ্জ জেলায় দ‌ক্ষিনছাতক উপ‌জেলা নি‌য়ে বিতক সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। নতুন একটি উপজেলা থে‌কে দু‌টি ইউপিপর নাম প্রত্যায়খান করায় দা‌বি‌তে সড়ক অব‌রোধ.বি‌ক্ষোভ মি‌ছিল ও প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।নতুন উপ‌জেলা নি‌য়ে বিতর্ক  চল‌ছে সামাজিক যোগাযোগ ফেইসবু‌কের মাধ্যমে ব্যাপক ভাইরাল হচ্ছে। এঘটনার প্রতিবা‌দে সি‌লেট সুনামগঞ্জ মহা সড়‌কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছি‌লো। দুই পা‌শে শত শত গা‌ড়ি আট‌কে প‌ড়ে‌ ৩ কি‌লো‌মিটার এলাকায় যানজট সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ছাতক আছিগ, ছাতক থাকব এ শ্লোগা‌নে বি‌ক্ষোভ মি‌ছিলে সাধা‌রন মানুষ ফুঁসে উঠছে গো‌বিন্দগঞ্জ এলাকায় ফেটে পড়ছেন ক্ষোভে মি‌ছি‌লে। ছাতক উপজেলা থেকে গো‌বিন্দগঞ্জ সৈ‌দের গাও ও ছৈলা আফজলাবাদ ইউপি রসহ ৮‌টি ইউনিেয়ন প্রস্তাবিত দ‌ক্ষিন ছাতক উপজেলায় অন্তভৃ‌তি থে‌কে দু‌টি ইউপিষ নাম প্রত্যাজখান করার দাবি‌তে গত বুধবার বিকালে উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ ট্রা‌ফিক প‌য়ে‌ন্টে গো‌বিন্দগঞ্জ সৈ‌দের গাও ও ছৈলা আফজলাবাদ ইউনিায়নবা‌সির উদ্দ্যো ‌গে পৃথক পৃথক ওয়া‌ড়বা‌সিদের  নেতৃ‌ত্বে খন্ড খন্ড স্বত:স্ফূর্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমা‌বেশে  অংশ নেন হাজার হাজার মানুষ। দলমত নির্বিশেষে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকমীরা । এমন একটি সর্বদলীয় দু‌টি ইউনিয়নের সকল শ্রেণির পেশা মানুষ সমবেত হয়ে‌ছেন বি‌ক্ষোভ মি‌ছিল ও  প্রতিবাদ সমাবেশ অনু‌ষ্টিত হয়ে‌ছে।

গো‌বিন্দগঞ্জ সৈ‌দের গাও ইউপিত চেয়ারম্যাভন আখলাকুর রহমানের সভাপ‌তি‌ত্বে মঞ্জুর আল‌মের প‌রিচালনায় অনু‌ষ্টিত প্রতিবাদ সমা‌বেশ বক্তব্যল রা‌খেন আ`লী নেতা হা‌জি মখ‌লিছুর রহমান,বিএন‌পি নেতা ফারুক আহমদ,জাপা নেতা আবুল লেইছ‌ মোহাম্মদ কাহার,

ইউপিরর চেয়ারম্যা ন গয়াস আহমদ,সা‌বেক চেয়ারম্যা ন হা‌জি নিজাম উদ্দি ন,হা‌জি সুন্দর আলী,ব্যহবসা‌য়ি রুহুল আমিচন,সা‌দিকুর রহমান,মাষ্টার আব্দুল ল‌তিফ,মা‌ফিজ আলী মাষ্টার,কা‌জি আব্দুস সামাদ,খা‌লেদ আহমদ,জু‌সেফ আহমদ,

বাবলু,সায়মন আহমদ,রইছ আলী,শ্রমিকলীগ নেতা আবুল বক্কর রাজা,যুবলীগ নেতা সদরুল আমিয়ন সোহান,শিক্ষক না‌জির উদ্দি ন.সা‌বেক মেম্বার আলী আশরাফ তা‌হিদ,বিএন‌পি আফতাব আলী,শ্রমিক নেতা আফতার উদ্দিআন,ছাত্রলীগ নেতা আব্দুল গফ্ফার.ফ‌য়েজ আহমদ,শ্রমিক নেতা রজব আলী,জম‌সেদ আলী সহ প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two + 1 =