ঠিকাদারী প্রতিষ্টান জিলান এসোসিয়েট মার্কেটিং ডাইরেক্টর রাসেলের প্রতারনা

0
890

বিষেশ প্রতিনিধি: ঠিকাদারী প্রতিষ্টান জিলান এসোসিয়েট এর মার্কেটিং ডাইরেক্টর রাসেল মোল্লার প্রতারনা করে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা । অনুসন্ধানে জানাগেছে, ঠিকাদারী প্রতিষ্টান জিলান এসোসিয়েট, মীরপুরের  কালশী এলাকায় শাগুপ্তা নামক প্রজেক্টে বিট বালুল নাম করে প্রায় শতাধীক ঠিকাদারী প্রতিষ্টানকে ২,৩,৪,৫, কোটি সিয়েপ্টি বালুর অর্কাডার দেয়। প্রতিটি অকর্ডারে বালুর বিল হিসাবে ব্যাংক গ্যারান্টি দিবে  এই কথা বলে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে। প্রায় ৬/৮ মাসেও সে ব্যাংক গ্যারান্টি দিতে পারেনি। এরা একটি চক্র । এ বিষয়ে

একাধীক ঠিকাদারী প্রতিষ্টানের মালিক ও ডইরেক্টর জানায়,ঠিকাদারী প্রতিষ্টান জিলান এসোসিয়েট

এর ডাইরেক্টর রাসেল মোল্লা একজন প্রতারক আমাদের কাছ থেকে বিজি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা নিয়েছে এখন ফোন করলে রিসিভ করেনা,তার একটি বাহিনীও রয়েছে। অফিসও পাল্টে ফেলেছে ।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্টান জিলান  এসোসিয়েট এর ডাইরেক্টও রাসেল মোল্লার সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। (আগামীতে দেখবেন বিস্তারিত)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × 2 =