ডিসেম্বরে দেশের অর্ধেক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে–লোকমান হোসেন মিয়া

0
569

পটুয়াখালী প্রতিনিধিঃ স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমসান হোসেন মিয়া বলেছেন, ‘এ বছরের ডিসেম্বরের মধ্যে দেশের অর্ধেক জগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আশা হবে।

রবিবার দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রতিমাসে এখন দুই কোটির বেশি করোনার ভ্যাকসিন আসছে, ফলে ভ্যাকমিন নিয়ে আর কোন সংকট থাকবে না। মতবিনিময় সভায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সংকটের পাশপাশি বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
মতিবিনিময় সভা শেষে সিনিয়র সচিব মেডিকেল কলেজ হাসপাতালের চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহম্মেদ, বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, স্বাস্থ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস,পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ জাহাংগীর আলম শিপন সহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ ফয়জুল বাশার ও ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুল মতিন সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী সদর হাসপাতাল ও মেডেকেল কলেজের ডাক্তারবৃন্দ ও বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − 6 =