পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

0
672

পটুয়াখালী প্রতিনিধি : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সৈকতের ফটোগ্রাফার এসোসিয়েশন। সংগঠনের সভাপতি মোঃ আল আমিন কাজীর নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন সৈকত উপহার দিতে এমন উদ্যোগ নিয়েছে ক্যামেরাম্যানরা। এ পরিচ্ছন্নতা অভিযানে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন এর কর্মকর্তাসহ ট্যুরিস্ট পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) পর্যটন দিবসে পটুয়াখালী  জেলা প্রশাসন ও পর্যটন করপোরেশন র‌্যলী ও আলোচনা সভার আয়োজন করেছে। পাশাপাশি কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা ( টোয়াক), ট্যুর গাইড এসোসিয়েশনসহ বিভন্ন সংগঠন দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে আবাসিক হোটেল মোটেল গুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ধোয়া মোছার কাজ করছে। টানানো হবে ব্যানার ফেস্টুন। তবে করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পর্যটন দিবস পালনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার এসোসিয়েশন সভাপতি মোঃ আল আমিন কাজী বলেন, ময়লা আবর্জনা ও দূষণমুক্ত সৈকত উপহার দিতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে তারা। পর্যটকরা কুয়াকাটা সৈকতে আসলে যেন পরিচ্ছন্ন কুয়াকাটা দেখতে পায় এজন্যই তাদের এই পরিচ্ছন্নতা অভিযান চালানো। আল আমিন কাজী আরো বলেন, কুয়াকাটা সৈকতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ সকল সামাজিক কার্যক্রমে ক্যামেরাম্যানরা অংশগ্রহণ করে থাকে। আগামীতেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 3 =