সুনামগঞ্জে ১৯ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

0
416

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ২য় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী ১৯জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রেজা মিয়া তালুকদার, আসাদুর রহমান, আল-আমিন, আসাদুল হক মঞ্জু, লায়েক আহমদ, সুয়েব আহমদ রাজন, একই উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মনির উদ্দিন, ছাতক সদর ইউনিয়নে আসাদ আহমদ টিটু, ছৈলা আফজালাবাদ ইউনিয়নে আব্দুল খালিক, মিজানুর রহমান মানিক, হাফিজুর রহমান, দোলারবাজার ইউনিয়নে আব্দুল ছালিক মিলন তালুকদার, ছরমহল্লা ইউনিয়নে ছোরাব আলী, জালাল উদ্দিন, জসিম তালুকদার, তাজুত আলী, দক্ষিণ খুরমা ইউনিয়নে গোলাম আজম তালুকদার ও কালারুকা ইউনিয়নে শেখ সেলিম আরাফাত মিয়ার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান সাংবাদিকদের বলেন- ২য় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী ৫১জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১৯জন প্রার্থী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ার কারণে তাদের জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × 3 =