Site icon Aparadh Bichitra

খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া উচিত: পিএনপি

প্রগতিশীল জাতীয়তাবাদী দল- পিএনপি’র চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন ও মহাসচিব আহমেদুর রহমান এক যুক্ত বিবৃতিতে বলেছেন, বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য অনতিবিলম্বে বিদেশে যেতে দেওয়া উচিত বলে আমরা মনে করি। দেশের জনগণ জানে খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমরা আমাদের দল দৃঢ়তার সাথে বিশ^াস করি প্রতিটি নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে। কিন্তু খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত।

নেতৃদ্বয় আরো বলেন, আইনমন্ত্রীর বক্তব্যে আমাদের ব্যাথিত করেছে। আইন প্রণয়ন করে রাজনীতি করা তা হয়তো আইন মন্ত্রী ভুলে গেছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই কিন্তু খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য অন্তত মানবিক চিন্তা করা উচিত বলে আমরা মনে করি।

সুচিকিৎসার অভাবে যদি কোন দুর্ঘটনা ঘটে তার দায় সরকারকে নিতে হবে। আমরা কালবিলম্ব না করে নিঃশর্তে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।