সুনামগঞ্জে স্বাক্ষরতার হার র্দূভাগ্য জনক বিভাগীয় কমিশনার

0
331

মোজাম্মেল আলম ভূঁইয়া: সুনামগঞ্জে বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ড. মোশারফ হোসেন বলেন- এই জেলার স্বাক্ষরতার হার র্দূভাগ্য জনক। এঅবস্থা পরিবর্তন করতে হবে। রাজনৈতিক ও প্রশাসনিকসহ সকল পর্যায়ের লোকজনের অংশ গ্রহণে শিক্ষার হার বৃদ্ধি করতে হবে। সরকার এখন শিক্ষাখাতে বিনোযোগ করছে, আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে।

তিনি আরো বলেন- যেসকল শিশুরা লেখাপড়া ছেড়ে দিয়েছে তাদেরকে আবার স্কুলে ফিরিয়ে আনতে হবে। ঝড়ে পড়া রোধ করে শূণ্যের কোটায় আনতে হবে। কারণ জাতীয় সংঘ আমাদের উন্নয়নে স্বীকৃতি দিয়েছে। ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বাংলাদেশ। তাই দেশকে এগিয়ে নিতে সকলে সহযোগীতা জরুরী প্রয়োজন।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ,

অসীম চন্দ্র বনিক, জাকির হোসেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আবুল কাসেম, জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 5 =