স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে দুমকির বাহেরচর-নলুয়ার শতবছরের কাংখিত ফেরীর উদ্বোধন

0
445

 পটুয়াখালীর দুমকি উপজেলার বাহেরচর-গোমা-দীনারের পূল সড়কের ০ কি.মিটারে বাহেরচর-নলুয়া ফেরী চলাচল আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। ৩ ডিসেম্বর বিকাল ৫টায় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ফেরী চলাচলের উদ্বোধন করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) জাতীয় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান । বাহেরচর ফেরীঘাটের নলুয়া প্রান্তে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওমর ফারুক, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মাসুদ আল মামুন, বরিশাল জেলা পরিষদ সদস্য মাসুদ খান, নলুয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ আলম খান প্রমূখ বক্তৃতা করেন।

বাহেরচর ফেরী চলাচল শুরু হওয়ার মধ্য দিয়ে দুমকির সাথে বাকেরগঞ্জের নদী বেষ্টিত নলুয়া, কবাই, দুধল ইউনিয়ন হয়ে বিভাগীয় শহর বরিশালের সহজ সড়ক যোগাযোগ স্থাপিত হলো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 + 16 =