উজিরপুরে আর্সেনিক মুক্ত পানি সরবারাহের অবহিতকরণ সভা

0
423

উজিরপুর প্রতিনিধিঃভালো থাকার উপায় জানি’’ ‘‘সকল কাজে নিরাপদ পানি’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের উজিরপুরে আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবারাহের লক্ষ্যে আর্সেনিক স্কিনিং কার্যক্রম উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহযোগিতায় ভলান্টারী অর্গানাইজেশন ফর সোসাল ডেভেলপমেন্ট (ভোসড) এর বাস্তবায়নে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে অবহিতকরন সভায় ৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। এ ছাড়াও উপ-সহকারী  প্রকৌশলী আক্তার হোসেনের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান ছরোয়ার হোসেন, মোঃ শাহিন, ভোসডের আঞ্চলিক সমন্বয়ক মহাদেব দাস, জেলা ম্যানেজার নিজাম উদ্দিন, উপজেলা ম্যানেজার মাসুম বিল্লাহ প্রমুখ। সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু বলেন আর্সেনিক মুক্ত  নিরাপদ পানি সরবারাহের জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবরাহের জর্ন স্কিনিং কার্যক্রমে পৌরসভাকে সংযুক্ত করার নির্দেশ দেন। তিনি আরো বলেন স্বাস্থ্যই সুখের মূল তাই মানুষের জীবন বাচাঁতে আর্সেনিক মুক্ত পানি সরবরাহের জন্য স্কিনিং কার্যক্রম অব্যাহত রাখতে হবে। 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 3 =