ইসলামী প্রশ্নোত্তর

0
349

আমার প্রায়ই গাড়ীতে বাসায় যেতে যেতে মাগরিবের নামাজের আজান হয়ে যায়। কিন্তু গাড়ীতে উঠার আগে বা নেমে নামাজ পড়লে গাড়ী আমার জন্য অপেক্ষা করবে না এবং অন্য গাড়ীতে গেলে সময় ও টাকা দুটোই বেশি লাগবে। সে ক্ষেত্রে গাড়ী পশ্চিম দিকে থাকলে গাড়ীতে নামাজ হবে কি না? গাড়ীতে নামাজ পড়লে আবার বাসায় গিয়ে কাজা পড়তে হবে কিনা?উত্তর : দাঁড়ানো নামাজের একটি ফরজ কাজ। অসুস্থ ও অপারগ ব্যক্তি ছাড়া সোজা না হয়ে দাঁড়ালে নামাজ হয়ই না। গাড়ীতে বা বাসে যেহেতু দাঁড়ানো যায় না, অতএব সুস্থ ব্যক্তির নামাজ হবে না। অনেকে বলেন, অপারগ অবস্থায় সীটে বসেও নামাজ হয়ে যায়। তবে, এমতটি ঠিক নয়। ওয়াক্ত চলে যেতে থাকলে সীটে বসেও নামাজ সেরে নিতে অনেককে দেখা যায়। তবে, এ নামাজ পরে আবার পড়তে হয়। কারণ, একটি ফরজ আদায় না করে নামাজ হওয়ার তো কোনো ব্যবস্থা নেই। যারা ইশারায় সেজদা রুকু…

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen − fifteen =