জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহান বিজয় দিবস উদযাপন

0
429

মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া ও অংশগ্রহণ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায়-স্মরণেবিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ১৬ ডিসেম্বর প্রত্যুষে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইনকর্মকর্তাদের নিয়ে ঢাকার মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে এবং শহিদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।এ দিনসারা দেশের সকল ফায়ার স্টেশন ও অফিসসমূহে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় বিজয় দিবস উদযাপনের কর্মসূচি। অধিদপ্তরে চিত্রাংকন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া বিকেলে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয় ফায়ার সার্ভিসের ১০০ জন কর্মকর্তা-কর্মচারী ও ভলান্টিয়ার।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের বর্ণাঢ্য সমাপ্তির প্রেক্ষপটে এ বছরের মহান বিজয় দিবস ছিল ভিন্ন আঙ্গিকে সমৃদ্ধ ও উৎসবমুখর। এ উপলক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরসহ সারা দেশের সকল বিভাগীয় অফিস, জেলা অফিস এবং ফায়ার স্টেশনসমূহে আলোকসজ্জা করা হয়। ফায়ার সার্ভিসের ওয়েবসাইট ও ফেজবুক পেজসমূহে মুক্তিযুদ্ধ বিষয়ক নানা অনুষ্ঠান ও জাতির পিতার ৭ই মার্চের বক্তব্য আপলোড করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, ‘আমাদের বঙ্গবন্ধু’, ‘মহান বিজয় দিবস’ ইত্যাদি শিরোনামে কর্মকর্তা-কর্মচারীদের ছেলে-মেয়েদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও আমাদের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দুপুরে দেশের সকল ফায়ার সার্ভিস স্টেশনে সকল সদস্যের জন্য বড়খানার আয়োজন করা হয়। আসর নামাজ শেষে সকল মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

উপসহকারী পরিচালক মোঃ শাহজাহান শিকদারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ ওহিদুল ইসলাম। মহানবিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ হাবিবুর রহমান এবং পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্ণেল জিল্লুর রহমান, পিএসসি। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রকল্প পরিচালক মোঃ শহিদ আতাহার হোসেন, উপসচিব মোঃ মোশারফ হোসেন, উপপরিচালক মোঃ আব্দুল মোমিন, সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাঁরা সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততার সাথে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − ten =