সুনামগঞ্জে ২চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিস্কার

0
335

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বহিস্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- জেলার ধর্মপাশা উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি ও ধর্মপাশা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সখাইড়-রাজাপুর (দক্ষিণ) ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোকারম হোসেন।আজ সোমবার (৩ জানুয়ারী) সকাল ১১টায় দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে- ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের পাশা হিমুর পক্ষে গতকাল রবিবার (২ জানুয়ারী) সন্ধ্যায় নির্বাচনী সভা হয়। সেই সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন ধর্মপাশা উপজেলার ২ ইউনিয়নের ২ চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম চৌধুরী ও মোকারম হোসেনকে আওয়ামীলীগ থেকে বহিস্কারের ঘোষনা দেন।

এব্যাপারে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন সাংবাদিকদের বলেন- আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে ধর্মপাশা উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকারম হোসেনকে শোকজ করে কারণ দর্শানোর জন্য বলা হয়েছিল। কিন্তু তারা কোন জবাব না নেওয়ার কারণে আমাদের সভাপতি মতিউর রহমানের সাথে পরামর্শ করে ২জনকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়। দলীয় শৃঙ্খলা অমান্য করার অপরাধে এর আগে আরো ৯জনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।     

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × five =