জাতীয় সরকার গঠন এর দাবীতে ৮, জানুয়ারী, জেএসডির সমাবেশ জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ‘জাতীয় সরকার’ গঠন হবে জেএসডি

0
302

 বাংলাদেশে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় কাঠামো, বিপর্যস্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক প্রক্রিয়ায় স্বৈরাচারের পতনের পর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ‘জাতীয় সরকার’ গঠন হবে রাজনৈতিক ও নৈতিকভাবে সঠিক পদক্ষেপ। সরকার পতনের পর গভীরভাবে বিভাজিত সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করা, সাধারণ মানুষের অধিকার সুরক্ষা, বিচার বিভাগসহ সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের আস্থা পুনর্গঠন করা এবং দলীয় আনুগত্যে বিভোর প্রশাসনকে গণমুখী করা কোন একক দলীয় সরকার বা দল নিরপেক্ষ ভঙ্গুর সরকারের পক্ষে সম্ভব হবেনা।এই পরিস্থিতিতে ‘জাতীয় সরকার’ গঠনই একমাত্র বিকল্প। জাতীয় সরকার ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে না এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাও সম্ভব হবে না। এজন্য ব্যাপক গণজাগরণ সৃষ্টি করতে হবে।

 দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসমাবেশে জেএসডি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য,আগামী ৮জানুয়ারী শনিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব প্রাংগনে ‘জাতীয় সরকার’ এর দাবীতে জেএসডির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সমাবেশ সফল করার প্রস্তুতিমূলক সভা আজ বিকাল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,সহ সভাপতি এডভোকেট কে এম জাবির, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, এ কে এম মিজানুর রশিদ চৌধুরী, আবদুল্লাহ আল তারেক,এম এ ইউসুফ, অধ্যক্ষ হারুন উর রশিদ বাবুল,দপ্তর সম্পাদক আবুল মোবারক,ব্যারিস্টার ফারাহ্ খান,  আনিসা রত্না,মুশফিকুর রহমান সাজু। ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা। 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × one =