গহীন অরণ্যে র‌্যাবের অভিযান দেশি-বিদেশি অস্ত্রসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার

0
291

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্যে  র‌্যাবের সদস্যরা অভিযান চালিয়ে আটটি দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ চারজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে। শুক্রবার(৭ জানুয়ারি) সকালে বালুখালী-নাইক্ষ্যংছড়ি সড়ক সংলগ্ন গহীন অরণ্যে এ অভিযান চালানো হয়। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে এসব অস্ত্র-গোলাবারুদ অভিনব কায়দায় পরিবহন করেছিল বলে জানিয়েছে র‍্যাব। আটক হওয়া রোহিঙ্গারা হলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং -১ ক্যাম্পের ব্লক – এ/৩ এর আশুক জামানের ছেলে মোঃ নুর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজুমুল্লাহ (৩৪), একই ক্যাম্পের আবদুস সবুরের ছেলে খাইরুল আমিন (১৯) ও তাজনিমারখোলা – ১৩ নং ক্যাম্পের ব্লক এফ/২ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩) র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী জানান, গহীন অরণ্যে অস্ত্রসহ কতিপয় রোহিঙ্গা সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে ‌র‌্যাব‌ সদস্যরা রাত থেকে এলাকাটি ঘিরে ফেলে।

 এসময় সন্দেহভাজন ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দুই জনের কাছে দুইটি দেশীয় অস্ত্র ও অপর দুই জনের কাছে দুইটি লাকড়ির বোঝা পাওয়া যায়। এর মধ্যে একটি লাকড়ির বোঝায় একটি বিদেশি অস্ত্র, একটি স্টেনগান ও একটি দেশী অস্ত্র এবং অন্য লাকড়ির বোঝায় ৩টি দেশীয় অস্ত্র পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রের সাথে ৫টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি ও ৬ রাউন্ড খালি খোসা পাওয়া যায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine − 7 =