Site icon Aparadh Bichitra

চৌদ্দগ্রামের বিজয়করা স্কুল এন্ড কলেজ কমিটি নির্বাচনের দাবিতে মানববন্ধন

কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির নির্বাচনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সচেতন অভিভাবকমহল। রোববার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় মো: জাফর পাটোয়ারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আমিন ভূঁইয়া, বেলাল হোসেন ভূঁইয়া, আরবের রহমান, অলিউল্লাহ পাটোয়ারী, আবদুল্লাহ আল হাসান, জাফর আহম্মদ, নয়ন মজুমদার, আগা রিপন চৌধুরী, আবদুল খালেক ফকির, আশা চৌধুরী, আবদুল মামুন মজুমদার, কাজী তৌহিদ, আবদুস সোবহান ভূঁইয়া, কবির হোসেনসহ স্থানীয় সচেতন অভিভাবকবৃন্দ।জানা গেছে, গত বছরের ৯ নভেম্বর বিজয়করা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল।

 প্রতিষ্ঠানের জন্য জমি দাতাদের নাম রহস্যজনকভাবে দাতা তালিকা থেকে বাদ দেয়ায় সংক্ষুদ্ধ হয়ে জমিদাতাদের একজন কুমিল্লা বিজ্ঞ জজ আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত নির্বাচন স্থগিতাদেশ ঘোষণা করায় নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ অভিভাবক প্রতিনিধি নির্বাচেন অংশগ্রহণকারীরাও হতাশ হয়ে পড়ে। রোববার অনুষ্ঠিত মানববন্ধনে পরিচালনা কমিটির নির্বাচন দ্রুত অনুষ্ঠানের লক্ষ্যে এবং অনতিবিলম্বে মামলাটি নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ করার আহবান জানানো হয়। প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে সংশ্লিষ্ট সকলকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।