সুবর্ণজয়স্তী উপলক্ষে সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে পটুয়াখালীতে লভ্যাংশের চেক বিতরণ

0
338

পটুয়াখালী প্রতিনিধিঃ সুবর্ণজয়ন্তী উপলক্ষে পটুয়াখালীতে সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১০ জানুয়ারী সোম বার জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ,পটুয়াখালী’র আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১২ টার এ চেক বিতারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোহাম্মদ কামাল হোসেন জেলা প্রশাসক, পটুয়াখালী। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপকূলীয় বন বিভাগ,পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। উক্ত অনুষ্ঠানে উপকূলীয় বন বিভাগ,পটুয়াখালীর এসিএফ মোঃ তারিকুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দশমিনার উপকার ভোগী মোঃ নুর হোসেন ও গলাচিপার উপকার ভোগী সুফিয়া বেগম। এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের পটুয়াখালী সদরের রেঞ্জ কর্মকর্তা প্রণব ও গলাচিপা রেঞ্জ কর্মকর্তা অমিতাভ বসু সহ পটুয়াখালী সদর, গলাচিপা ,দশমিনা রেঞ্জের ২৭৫ জন উপকারভোগী, উপকূলীয় বন বিভাগ,পটুয়াখালী অফিসের নানা স্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

 শেষে দশমিনা রেঞ্জের আওতাধীন উপকূলীয় সবুজ বেষ্ঠনী প্রকল্পের আওতায় ১৯৯৬-৯৭ সনে ৫৫/২ নং পোল্ডারের মাইটভাঙ্গার বাধঁ হইতে জমির মৃধার খেয়াঘাট পর্যন্ত ২.৪৩ কি.মি বাধঁ বাগান এর উপকারভোগী ৪১ জন, কে মাথা পিছু ৭৪৩২০.০ টাকা,পটুয়াখালী সদর রেঞ্জের আওতাধীন গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের সিকিসুহুরী খালের দক্ষিন পাড় হইতে ইদ্রিস মৃধার বাড়ি পর্যন্ত ২.০০ কি.মি এর ৫৫ জন উপকারভোগী কে মাথা পিছু ৫৯২৪.০ টাকা,সামাজিক বনায়ন ও নার্সারী কেন্দ্র,পটুয়াখালীর আওতাধীন মরিচ বুনিয়া ইউনিয়নের খাসের হাট কলবাড়ি হইতে আজিজ মাষ্টারের বাড়ি পর্যন্ত ২.০ কি.মি এর উপকারভোগী ৮৩ জন কে মাথাপিছু ৪২৯৬.০ টাকা, সামাজিক বনায়ন ও নার্সারী কেন্দ্র, পটুয়াখালীর আওতাধীন মরিচবুনিয়া ইউনিয়নের চটুলার স্লইজ হইতে গগন খা পর্যন্ত ২.০ কি.মি এর উপকারভোগী ৪৬ জন কে মাথা পিছু ৬৯৭৮.০ টাকা ও সামাজিক বনায়ন ও নার্সারী কেন্দ্র, পটুয়াখালীর আওতাধীন মরিচবুনিয়া ইউনিয়নের আবদুল আজিজ মাস্টারের বাড়ি হইতে চটুলার স্লইজ পর্যন্ত ২.০ কি. মি এর উপকারভোগী ৫০ জন কে মাথা পিছু ৪৪৮৬.০ টাকার মোট ৪২৭৪৯১৩.০ টাকার চেক দেয়া হয়। প্রসঙ্গত: এ অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক বনায়নের উপকারভোগীদের পাশা পাশি বন রাজস্ব১০%হারে১৪৪২০৮৯.০,ভূমি মালিক১৩৬০৬০৪.০, এনজিও ৯১৪১৪৫.০,ইউপি১১১৬১৪.০ ও টি এফএফ এর ২২৩২২৯.০ টাকা সহ মোট ৮৩২৬৫৯৪.০ টাকার চেক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty + ten =