ধামরাইয়ে সরকারি ভূমি উন্নয়ন রাজস্বর টাকা আত্মসাত বহাল তবিয়তে তহশিলদার বিল্লাল

0
627

ঢাকার ধামরাইয়ে সদর ভূমি অফিসে সরকারি রাজস্বর টাকা আত্মসাত করার পর ও বহাল তবিয়তে রয়েছে তহশিলদার ।জানাগেছে , ধামরাই উপজেলার সদর ভূমি অফিসে গত ৮ ডিসেম্বর নামজারী কেস নং -৬৯৮/২০-২১ ইসলামপুর মৌজার ১ একর ৩৯ শতাংশ ২৬ পয়েন্ট জমির ভূমি উন্নয়ন কর থেকে ১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাত করার পর ও অত্র অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা ( তহশিলদার ) বিল্লাল হোসেন বহাল তবিয়তে থেকে দুর্নীতি ও অনিয়ম করে এখন দাপিঁয়ে বেড়াচ্ছে। টাকা আত্মসাতের ঘটনা নিয়ে অপরাধ বিচিত্রা পত্রিকার অনলাইন ভার্সনে ধারাবাহিক সংবাদ প্রকাশ হলে জেলা ভূমি প্রশাসন থেকে সঠিক প্রতিবেদন দেওয়ার জন্য ধামরাই সহকারী কমিশনার ( ভূমি ) ইসতিয়াক আহমদ কে নির্দেশ প্রদান করেন । তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার এসিলেন্ড ইসতিয়াক আহমদ তরিঘরি করে তহশিলদার বিল্লাল হোসেন কে বাঁচানোর জন্য তার পক্ষ অবলম্বন করে প্রতিবেদন জমা দিয়েছেন ।

 কোন ক্ষমতার বলে ভূমি উন্নয়ন করের টাকা আত্নসাতকারী তহশিলদার বিল্লাল হোসেন এখন অফিসে বহাল তবিয়তে রয়েছেন । তার শক্তির উৎস কোথায় তা এখন ধামরাই বাসীর প্রশ্ন । তহশিলদার বিল্লাল হোসেনের টাকার কাছে জিম্মি হয়ে পরেছে তদন্ত কর্মকর্তা । তদন্ত কর্মকর্তা এসিলেন্ডের তদন্ত এখন রহস্যজনক ।এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) ভাস্কর দেবনাথের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 − 13 =