ভূমিহীনদের পুনর্বাসন ব্যতীত উচ্ছেদের পায়তারা বন্ধের মানববন্ধন

0
355

পুনর্বাসন ব্যতীত উচ্ছেদের পায়তারা বন্ধের দাবিতে সাতমাথা রেল বস্তিবাসীদের মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীর সাতমাথা রেলওয়ে বস্তির ভুমিহীনদের পুনর্বাসন না করে উচ্ছেদের অপতৎপরতা বন্ধের দাবিতে বস্তিবাসীদের উদ্যোগে আজ সকাল ১১ টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। বস্তিবাসী আব্দুল মতিন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক এডভোকেট পলাশ কান্তি নাগ,বস্তিবাসী বেলাল হোসেন,সোহেল মিয়া,শেফালী বেগম,চায়না বেগম,শহীদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন,স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই পরিবার সমুহ রেলওয়ে সংলগ্ন বস্তিতে জীবনের ঝুঁকি নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এই বস্তিবাসীদের নিজস্ব কোন ভিটা-মাটি নাই। পুনর্বাসন ব্যতীত উচ্ছেদ করা হলে তাদের পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না। দীর্ঘদিন থেকে জেলা প্রশাসক তথা সরকারের বিভিন্ন দপ্তরে দাবি জানানো হলেও পুনর্বাসন করা হয়নি।

অথচ শত শত একর খাস জমি ক্ষমতাসীন ও ক্ষমতা বহির্ভুত রাজনৈতিক প্রভাবশালী ভূমিদস্যুদের দখলে। খাস জমির অধিকার একমাত্র ভুমিহীন মানুষদের। বক্তারা,অবিলম্বে সাতমাথা রেলওয়ে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবি জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × three =