কেমন করে কথা বলতে হবে আল্লাহর কাছ থেকে শিখি

0
315

 ১. কথা বলার পূর্বে সালাম দেয়া। নূরঃ ৬১ ২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) ক্বফঃ ১৮ ৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। বাক্বারাহঃ ৮৩ ৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। নূরঃ ৩ ৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। সূরা লুকমানঃ ১৯ হুজুরাতঃ ২ – ৩ ৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। নামলঃ ১২৫ ৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা আহযাবঃ ৭১ – ৭২ ৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। লুকমানঃ ১৯ ৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা। হা- মীম সাজদাহঃ৩৪ ১০. উত্তম কথায় দাওয়াত দেয়া। হা- মীম সাজদাহঃ৩৪ ১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া।ছফঃ ২ ১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমারনীতি অবলম্বন করা । আ’রাফঃ ১৯৯ ১৩. মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয়ও কোমল ভাষায় কথা না বলা। আহযাবঃ ৩২ ১৪.মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা। ফুরকানঃ ৬৩ আল্লাহ্ তাআলা আমাদের সবাইকে যেন তার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন!!

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × three =