Site icon Aparadh Bichitra

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র সমাবেশ।

 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র সমাবেশ। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলার  উদ্যোগে ২৬জানুয়ারি,বুধবার, বেলা ১২টায় রংপুর নগরীতে বর্তমান ছাত্র সংকট নিরসনে মিছিল পরবর্তী রংপুর সুমি কমিউনিটি সেন্টারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে  সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,রংপুর জেলার আহ্বায়ক সাজু বাসফোর। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,ররংপুর জেলার সদস্য রাজু বাসফোরের সঞ্চালনায় স্বাস্থ্যবিধি মেনে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক  কমরেড আনোয়ার হোসেন বাবলু,সদস্য আহসানুল আরেফিন তিতু,  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার,জয় বাসফোর,বন্যা প্রমূখ। বক্তাগণ সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেক্যুলার গণতান্ত্রিক একই ধারার শিক্ষা চালু, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল। সবকিছু খোলা রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বাতিল,স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা। 

শাবিপ্রবির ভিসির অবিলম্বে পদত্যাগ এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়া,সকল ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ,অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল,   সেই সাথে বক্তাগণ পাঠ্যপুস্তকে বড় মানুষদের জীবনী তুলে ধরা এবং শিক্ষার বাণিজ্যিরকীকরণ -বেসরকারীকরণ ও সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।আলোচনা শেষে জেএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২০জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।