মির্জাগঞ্জের ইওএনও সন্ধ্যায় কম্বল নিয়ে মাদ্রাসায় ছুটে গেলেন

0
374

পটুয়াখালী প্রতিনিধি:ফেইসবুকে স্ট্যাটাস দেখে সারাদিনের দাপ্তরিক কাজ সম্পাদন করে সন্ধ্যা গড়াতেই হাফেজিয়া মাদ্রাসা ও এতিম ছাত্র এবং আশেপাশের দুঃস্থ মানুষের জন্য কম্বল নিয়ে ছুটে গেলেন পটুয়াখালীর মির্জাগঞ্জের  নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস।একদিন আগে সাকো সংস্থার উদ্যোগে দেউলি সুবিদখালি ইউনিয়নের দেউলি নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিম পটুয়াখালীয় শিক্ষার্থীদের মাঝে পাঁচটি কম্বল বিতরণ করে সংস্থাটির নির্বাহী পরিচালক আদনান শাওন ফেইসবুকে স্ট্যাটাস দেয়।পর্যাপ্ত কম্বল না থাকায় অন্য শিক্ষার্থীরা বঞ্চিত; বিষয়টি নজরে আসে ধর্মভীরূ ও মানবিক নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌসের।১৬ ফেব্রুয়ারি,বুধবার দাপ্তরিক কাজ শেষ করে সন্ধ্যায় ছুটে যান দেউলি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়।সেখানে ছাত্রদের মাঝে কম্বল বিতরণ শেষে অবশিষ্ট কম্বল এলাকার বয়স্ক ও দুঃস্থদের মাঝে বিতরণ করেন।দানের বিষয়টি সাংবাদিকদের নজরে আসলে তানিয়া ফেরদৌস-কে ফোন করা হলে তিনি বিষয়টি গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন;আমিতো গোপনেই কাজটি সারতে চেয়েছিলাম।

শীতে শীতবস্ত্র পেয়ে সৃষ্টিকর্তার কাছে ইউএনও-এর দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন হেফজখানার শিক্ষক ও শিক্ষার্থীরা।সর্বোপরি,একজন মানবিক ইউএনও হিসেবে এলাকার সকল মানুষের মন জয় করলেন তানিয়া ফেরদৌস।এসময় উপস্থিত ছিলেন সাকো সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আদনান হোসেন শাওন,মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা আবুল খায়ের এবং মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ নেয়ামতউল্লাহ প্রমূখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

8 + thirteen =