বারি’তে ফসলের রোগবালাই দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

0
369

শাহানাজ পাটোয়ারী:  বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের আয়োজনে আজ ২৩ ফেব্রুয়ারি বুধবার ফসলের রোগবালাই দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠান ইনস্টিটিউটের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের গবেষণা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবস অনুষ্ঠানে বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী, বিভিন্ন জৈব বালাইনাশক প্রস্তুতকারী কোম্পানীর প্রতিনিধি এবং কৃষক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।সকালে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাঠ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন। বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. আব্দুল লতিফ আকন্দ ও পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মতিয়ার রহমান।

মাঠ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার অন্যান্য অতিথিবৃন্দ, বিজ্ঞানী ও কৃষক প্রতিনিধিদের নিয়ে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিভিন্ন ফসলের গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং গবেষণা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × two =