মংচুচিন হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি, সিআইডিকে তদন্তের নির্দেশ

0
348

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় আদিবাসী রাখাইন মং সুইচিং হত্যা মামলা প্রত্যাহারে কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদার বিরুদ্ধে বাদীকে হুমকী প্রদানের অভিযোগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত ৩ মার্চ (বৃহস্পতিবার) বাদী চুচিং মং রাখাইন’র নালিশী মামলা আমলে নিয়ে আদালত এ আদেশ প্রদান করেন। এর আগে বাদী চুচিং মং গত ১৭ ফেব্রুয়ারী ২০২২ বিজ্ঞ আদালতে রাখাইন মং সুইচিং (৬৫) কে হত্যা হত্যা করা হয়েছে মর্মে আদালতে একটি মামলা দায়ের করে। যা বিজ্ঞ আদালত ময়না তদন্ত ও সুরতহাল রিপোর্ট সংগ্রহ সাপেক্ষে আদেশের জন্য রেখে ২৭ ফেব্রুয়ারী সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করে। গত ১ মার্চ ২০২২ মামলার বাদী চুচিং মং আদালতে অভিযোগ করে যে, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার সহ অজ্ঞাতনামা ৫ জন তদন্তাধীন হত্যা মামলা প্রত্যাহারে তাকে ও স্বাক্ষীদের হুমকী প্রদান করে।

এমনকি পোষ্ট মর্টেম রিপোর্ট বের হওয়ার আগেই ভিকটিম পরিবারকে মৃত্যুর কারন আত্মহত্যা বলে মৃত্যু সনদ সরবরাহ করে পৌর মেয়র।এ বিষয়ে কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদার বলেন, চুচিং মং কে আমি চিনি না। তাকে হুমকী দেয়ার বিষয়টি সঠিক নয়।উল্লেখ্য গত ১৯ নভেম্বর ২০২১ কুয়াকাটা কেরানী পাড়ার রাখাইন মং সুইচিং এর লাশ সৈকত সংলগ্ন একটি গাছ থেকে জুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ভিকটিম পরিবার থেকে এটিকে বারবার হত্যা কান্ড বলে অভিযোগ করা হলেও একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে মহিপুর থানা পুলিশ

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − 2 =