Site icon Aparadh Bichitra

শাসকের উপর কখন  অস্ত্রধারণ করা আবশ্যক ”আসুন ইসলাম কি বলে জেনে নেই

তোমাদের ওপর কিছু শাসক নিযুক্ত হবে তাদের কিছু কাজ (শরিয়ত অনুযায়ী হওয়ায়) তোমরা পছন্দ করবে।কিছু কাজ (শরিয়ত বিরোধী হওয়ায়) অপছন্দ করবে।তখন খারাপ কাজগুলোকে যে খারাপ জানবে সে গুনাহর দায়মুক্ত থাকবে।যারা খারাপ কাজের বিরুদ্ধে জনমত গড়ে তুলবে তারা জবাবদিহিতা থেকে পুরোপুরি মুক্ত থাকবে। কিন্তু যারা এ অন্যায়ের সমর্থন করবে ও তাদের অনুসরণ করবে, তাদের এই নাফরমানির জন্যে  জবাবদিহি করতে হবে। সাহাবীরা তখন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল! আমরা কি তখন তাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করব না নবীজী (স) বললেন, ‘না! যতদিন পর্যন্ত তারা নামাজ কায়েম রাখবে,ততদিন পর্যন্ত অস্ত্রধারণ করবে না।”

-উম্মে সালামা (রা); মুসলিম, তিরমিজী