Site icon Aparadh Bichitra

সরকারি অর্পিত জমির মাটি রাতের আঁধারে’’ ভেকু দিয়ে কেটে  লাখ লাখ টাকার বানিজ্য

ধামরাই ঢাকা প্রতিনিধি:ঢাকার ধামরাইয়ে সরকারি অর্পিত ভিপি জমির মাটি রাতের আঁধারে ভেকু দিয়ে কেটে ট্রাক যোগ লাখ লাখ টাকার মাটি বিক্রি করে হাতিয়ে নিচ্ছে একটি সিন্ডিকেট চক্র দীর্ঘ দিন ধরে ।জানাগেছে, ধামরাই উপজেলার সানোড়া গ্রামে সরকারি অপিত ( ভিপি ) জমির মাটি আনোয়ার হোসেন ও রহমান নামে  দুই ব্যক্তি মাটি খেকু সিন্ডিকেট চক্রের ম্যাধমে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করে অবাধে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রশাসনের চোখের সামনে থেক । দীর্ঘ ২ বছর ধরে অপিত ভিপি জমির মাটি বিক্রি করলেও স্থানীয় প্রশাসনের কোন বন্ধের উদ্যোগ  নেই । এলাকাবাসী বার বার কুশুরা ইউনিয়ন ভূমি অফিস ও সহকারী কমিশনার ভূমি অফিসে মাটি বিক্রির ব্যাপারে অভিযোগ করে ও তারা আইনগত কোন প্রতিকার পাচ্ছে না । যে কারনে মাটি খেকু চক্রটি অবাধে মাটি কেটে বিক্রি করেই চলছে ।

 এই সিন্ডিকেট চক্রটি অর্থের বিনিময়ে স্থানীয় প্রশাসনকে  ম্যানেজ করে অবাধে সরকারি অপিত ভিপি জমির মাটি ভেকু দিয়ে কেটে ট্রাক যোগে ইটভাটায় বিক্রি করে জলাশয় ( পুকুর ) খনন করেই চলছে । যেন দেখার কেউ নেই । এ দিকে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।  মাটি খেকু চক্রটি প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে এলাকার কোন ব্যাক্তি প্রতিবাদ করতে শাহস পাচ্ছে না ভয়ে । আর এ ভাবেই চলছে ধামরাইয়ে সানোড়া গ্রামে সরকারি অপিত ভিপি জমির মাটি বিক্রির ধুম । এ ব্যাপারে ধামরাই সহকারী কমিশনার ( ভূমি ) ইসতিয়াক আহাম্মদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন  ইউ এখন ও সাহেবের সাথে আলাপ করে ব্যবস্থা নিবেন ।