Site icon Aparadh Bichitra

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থ ও মুনাফাখোরদের প্রশ্রয় দিচ্ছে …. আ স ম আবদুর রব

আ স ম আবদুর রব বলেছেন, চাল, ডাল, তেল, পেঁয়াজ, আটাসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নিম্ন ও নিম্ন মধ্য বিত্ত জনগোষ্ঠী তাদের দৈনন্দিন প্রয়োজন মিটাতে অক্ষম হয়ে পড়েছে।এই সরকার, দেশ জুড়ে চলছে হাহাকার। দেশের ৮০ ভাগ মানুষ দ্রব্যমুল্যের কষাঘাতে জর্জরিত। অথচ সরকার মানুষের বাঁচা-মরার সংকটের মুহুর্তে সম্পূর্ণ নির্লিপ্ত। সরকারের মন্ত্রীদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনজীবনে সৃষ্ট ক্ষত আরো বাড়িয়ে দিচ্ছে।রব বলেন, বিনা ভোটের সরকার জনগণের দুঃখ-কষ্ট লাঘবের জন্য কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করছেনা। বরং কালোবাজারী, মজুদদার ও মুনাফাখোরদের দৌরাত্মকে প্রশ্রয় দিচ্ছে । জন দুর্ভোগের প্রতি দৃষ্টি না দিয়ে নিজেদের ক্ষমতা সংহত করার কাজেই সরকার ব্যস্ত । কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জনগণ সরকারের এই নিষ্ঠুর খেলা আর বরদাস্ত করবে না

আ স ম  রব আরোও  বলেন, যে কোন ধরনের অরাজক পরিস্থিতি মোকাবেলা, জনজীবনে নিরাপত্তা নিশ্চিত  করাসহ বিদ্যমান সংকট নিরসনে অবিলম্বে ‘জাতীয় সরকার’এর হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

আজ বিকেল ৩ টায় দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর জেএসডি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে আ স ম রব এ সকল কথা বলেন। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, স্থায়ী কমিটির সদস্য বেগম তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, শ্রমিক নেতা মোশাররফ হোসেন, এস এম শামসুল আলম নিক্সন, মহানগর জেএসডি নেতা মাইনুর রহমান মাইনু, ছাত্রনেতা তৌফিকুজ্জামান পীরাচা প্রমুখ।