Site icon Aparadh Bichitra

মোনাফেকী বা কপটতার পরিনাম কী–আসুন জেনে নেই

হযরত রাসূলুল্লাহ (সাঃ) বলিয়াছেন,যাহার মধ্যে চারটি স্বভাব থাকিবে; সে পাকা মুনাফিক, এবং যাহারমধ্যে উহার একটা থাকিবে; তাহার মধ্যে মুনাফেকীর একটা স্বভাব বিদ্যমান থাকিবে, যে পর্যন্ত সে উহা পরিত্যাগ না করিবে, যথা (১) যখন তাহার নিকট কিছু আমানত রাখা হয়, সে তাহা আত্মসাৎ করে। (২) যখন সে কথা বলে, মিথ্যা বলে। (৩) যখন সে ওয়াদা করে, তাহা খেলাপ করে। (৪) যখন সে কাহারও সহিত তর্ক করে, তখন অশ্লীল ভাষায় গালি দেয়। আখেরাতে সেই ব্যক্তিই আল্লাহর নিকট নিকৃষ্টরূপে গণ্য হইবে, যে একবার এক পক্ষে ও আবার অন্য পক্ষে যোগদান করে। আল্লাহ তোমাদের আকৃতি বা সম্পত্তি দেখিবেন না, তিনি তোমাদের অন্তর ও কার্য পরীক্ষা করিবেন। মানুষের মন ও মুখ সমান না হওয়া পর্যন্ত; সে মুমিন হইতে পারে না