সূরা ইখলাসের ফজিলত

0
900

(১) রাসূল (সা:) বলেন,নিঃসন্দেহে সুরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমতুল।” (বুখারী আও যা:৫০১৬)

(২) রাসূল (সা:) বলেন,“সুরা ইখলাস তিনবার পাঠ করলে এক খতমের সমান নেকীলাভ হয়। (মুসলিম হা/৮১১)

(৩) রাসূল (সা:) বলেন, যে সুরা ইখলাস ভালোবাসে, সে আল্লাহর ভালোবাসা এবং জান্নাত লাভ করবে।” (বুখারী হা/৭৩৭৫) 

(৪) রাসূল (সা:) বলেন, যে সুরা ইখলাস( দশবার পাঠ করবে পাঠকারীর জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করা হবে” (সহীহুল আ’মে হা/ ৬৪৭২)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 + thirteen =