শিক্ষা খাতে আওয়ামী-লীগের সরকারের মতো উন্নয়ন অন্য কোনো সরকার করেনি…..ইকবাল হোসেন অপু এমপি

0
368

নিজস্ব প্রতিবেদক : ২৭ মার্চ ২০২২ ইং- নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেনী এবং স্নাতক (সম্মান) ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান-২০২২ ইং চলছে।নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি জনাব, এ,কে,এম এনামুল হক শামীম (এম.পি) মাননীয় উপ মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রাণালয়। বিশেষ অতিথি , ইকবাল হোসেন অপু (এম.পি) কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ

এমপি অপু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের বুলেটে তার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সুন্দর শিক্ষানীতির জন্যে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। তারা বই বিতরণ উৎসব মুখরিত করে রাখে।

প্রধান অতিথি ও পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেন, আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্বে দেবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্মকে নিয়ে ভাবতেন। তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম। আমরা যারা রাজনীতি করি তারা সবসময় আগামী নির্বাচন নিয়ে চিন্তা করি। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, কলেজের অধ্যক্ষ মাকসুদা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়ার ইউএনও শেখ রাশেদুজ্জামান, মেয়র আবুল কালাম আজাদ, এএসপি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, সহ-সভাপতি নুর এ আলম আশিক, জেলার আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান আরো অনেকেই।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × 1 =