লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

0
309

চট্টগ্রাম প্রতিনিধিঃচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড়া প্রেসক্লাব’র  উদ্যোগে বৃহস্পতিবার সকালে বটতলী মোটর স্টেশনের ইনসাফ রেস্তোরাঁর ভিআইপি হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধকল্পে দ্রুত চার/ছয় লাইন বাস্তবায়নের দাবি জানান।  এছাড়া মহাসড়কে লবনবাহী ট্রাক চলাচল বন্ধ, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা, গাড়ির অতিরিক্ত  গতিরোধ, ট্রাফিক আইন সচেতনতা, নিষিদ্ধ তিন চাকার গাড়ি চলাচল বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান। 

লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি আবদুল আউয়াল জনির সভাপতিত্বে সাংবাদিক কাইছার হামিদের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল

লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠাতা আরমান বাবু রোমেল, আরকান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সহ-সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি রিদুওয়ানুল হক সুজন, শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, তুষার আহমেদ চৌধুরী কাইছার প্রমুখ সহ আরো অনেকেই।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four + six =