ডিসি বিপ্লব কুমার সরকার দানের কথা ভুলতে পারার নয়…. ৮২ বছরের বৃদ্ধা মহিতন বিবি

0
438

ডিসি হয়ে মানবতার অন্য এক দৃষ্টান্ত রাখলেন পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার ৮২ বছরের বৃদ্ধা মহিতন বিবি স্বামী মারা জাবার পর কয়েক বছর আগে তিন ছেলে ও এক মেয়ের মাঝে দুই ছেলে কুমিল্লা থেকে কাজ করে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মারা যায় এরপর ছোট ছেলে ও  করে শ্বশুর বাড়িতে থাকে এ দিকে দরিদ্র সংসারে নিজেদের বোঝা টানতে গিয়ে মহিতন বিবির খোঁজ রাখেননি ছেলে মেয়েরা নিঃসঙ্গ বৃদ্ধা মহিতন আশপাশ থেকে খাবার খুজে খেতেন না পেলে অর্ধাহারে অনাহারে দিন কাটাতেন থাকার জায়গা বলতে অন্যের জায়গায় একটা ছাপড়া ঘর ছিল তার  ‍বৃদ্ধ জীবনেও কষ্টের শেষ ছিল না তার জীবনে গতবছর বিষয়টি জানতে পেরে  রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার সেই বৃদ্ধা মহিতন বিবির পাশে দাঁড়ান

এসপির নির্দেশে ও সহায়তায় মহিতনের ঘর হয় মেয়ের বাড়িতে। সেখানে সকলের সহযোগিতায় একটি টিনের ঘর করে মেয়ের সাথে থাকেন। তবে অভাব যেন তার এখনও নিত্য সঙ্গী থাকার ঘর মিললেও দরিদ্র মেয়ের বাড়িতে এখনও ঠিকমতো খাবার মিলে না তার। এদিকে চাকুরী সূত্রে রংপুরের তৎকালীন সেই পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারও কয়েক মাস আগে বদলী হয়ে গেছেন। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

তবে সেই বৃদ্ধা মহিতন বিবিকে ভূলেননি পুলিশের এই কর্তা ব্যক্তি পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা থেকেই এই বৃদ্ধার জন্য পুরো মাসের খাবার পাঠিয়েছেন তিনি। গতকাল শুক্রবার ১ এপ্রিল গঙ্গাচড়া উপজেলার কৈপাড়া গ্রামে সেই বৃদ্ধা মহিতন বিবির বাড়িতে রমজান মাসের খাবার হিসেবে চাল, ডাল, তেল, ডিম, দুধ, মসলা, খেজুরসহ পুরো এক মাসের নিত্য প্রয়োজনীয় বাজার পৌঁছে দিয়েছেন রংপুরের সাবেক এই এসপি এদিকে পুলিশ কর্মকর্তার এই উপহার পেয়ে আবেগে আপ্লুত হন বৃদ্ধা মহিতন

বৃদ্ধা মহিতন বিবি বলেন , ডিসি বিপ্লব কুমার সরকার দানের কথা আমার ছাড়া জীবন মনে থাকবে এবং আল্লাহ কাছে তার দু হাত তুলে দোয়া করি  

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

8 + nine =