Site icon Aparadh Bichitra

আফিমসহ সব ধরনের মাদক চাষ বা উৎপাদন বন্ধ করে দেয়া হবে… সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা

গতকাল রোববার তালেবান দেশটিতে আফিম চাষের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেন এবং ঘোষণা দিয়ে জানিয়েছে,  আফগানস্থানে এখন থেকে সব ধরনের মাদকের ব্যবসা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে তালেবান সরকার জানান খবর দ্য ডনের এক প্রতিবেদনে জানানো হয় ।তালেবানের সর্বোচ্চ নেতাদের বৈঠকে মাদকের বিরুদ্ধে সিদ্ধান্ত নেন এবং তালেবান সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এ সংক্রান্ত এক ঘোষণায় দেন যাতে বলেন । মাদক অ্যালকোহল, হেরোইন, মাদক, গাঁজাসহ সব ধরনের মাদক সেবন এবং উৎপাদন কঠোরভাবে নিষিদ্ধ করা কথা তালেবান সরকার জানান। এই নির্দেশের কোনোরকম  অমান্য হলে অন্যথা কঠিন শাস্তি দেওয়া হবে বলেও করাহুশিয়ারী দেন ।

আরো বলা হয়, আফগানস্থানে কেউ যদি এ নির্দেশনা লঙ্ঘন বা অমান্য  করেন বা আফিম চাষ করে, তাহলে তাদের ফসল ধ্বংস করা হবে এবং লঙ্ঘনকারীকে শরিয়া আইনের ভিত্তিতে শাস্তি দেওয়া হবে বলে জানিয়ে দেয়া হয় রোববার মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।এবং তালেবান আরো জানায় ওয়াইনের ব্যবহার এবং হেরোইন, শীশা, ট্যাবলেট, হাশিশসহ সব ধরনের মাদকের ব্যবসা, প্রক্রিয়াকরণ এবং চোরাচালান পরবর্তী পর্যায়ে নিষিদ্ধ করা হবে জাতে যুব সমাজ ধ্বংসের হাত রক্ষা করা যেতে পারেও বলে তালেবান জানান।

গত বছরের তালেবান ক্ষমতায় আসার পরপরই আফগানিস্তানে অ্যালকোহল সেবন কঠোরভাবে নিষিদ্ধ  আরোপ করে তালেবান সরকার

 এবং তারা আরো জানান যে, আফগানিস্তানে আফিমসহ সব ধরনের মাদক চাষ বা উৎপাদন বন্ধ করে দেয়া হবে