আমি যখন নির্দেশ দেই তা অনুসরন করবে: যা নিষেধ করেছি তা অনুসরন করনা ….আল্লাহ সর্বোউত্তম ফয়সালা কারি

0
320

 আমি যখন কোনোকিছু করার নির্দেশ দেই, তোমরা অবশ্যই তা অনুসরণ করবে। তোমার সামর্থ্য অনুসারে তা কার্যকরী করার প্রয়াস চালাবে। যখন আমি সুনির্দিষ্টভাবে কোনোকিছু করতে নিষেধ করি,তখন তা পরিহার করবে। যখন কোনোকিছু করার ব্যাপারে আমি ছাড় দেই,তোমরাও আমাকে ছাড় দাও। যে-সব বিষয়ে আমি কোনো বক্তব্য দেই নি, সে-সব বিষয়ে অহেতুক প্রশ্ন করতে থেকো না। অতীতে অনেক উম্মত অহেতুক প্রশ্ন করে তাদের নবীদের সাথে মতবিরোধে লিপ্ত হয়েছে এবং পরিণামে তারা ধ্বংস হয়েছে।[আবু হুরায়রা (রা) বলেন, নবীজী (স) একবার ভাষণে বলেন: আল্লাহ তোমাদের ওপর হজ ফরজ করেছেন। তখন একজন জিজ্ঞেস করল, হে আল্লাহর রসুল! আমাদের কি প্রতিবছর হজ করতে হবে? নবীজী (স) চুপ থাকলেন। সে ব্যক্তি পর পর একই প্রশ্ন তিন বার করল। তখন নবীজী (স) বললেন : ‘আমি যদি হাঁ বলতাম, তাহলে তোমাদের জন্যে প্রতিবছর হজ ফরজ হয়ে যেত এবং তোমরা তা পালন করতে অক্ষম হতে। তারপর তিনি উপরিউক্ত উপদেশ দেন।

-আবু হুরায়রা (রা); মুসলিম

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − 12 =