Site icon Aparadh Bichitra

চেপে ধরছে কন্ঠ

লেখিকা…নাসরিন ইসলাম

চেপে ধরছে কন্ঠ ও বুক

কে, কে সে? কেনো দম বন্ধ হয়ে আসে?

উফফ পলকে কোথায় লুকালো?

না, না কেউ নয়! কেউ নেই তো ত্রি-সীমানায় ।

সত্যের পথে না বলা কথনগুলো

চেপে ধরছে স্ফীত বুক, কন্ঠস্বর

না বলতে বলতে নুহ্য ভঙ্গুর শিরদাঁড়া

বাকরুদ্ধ গোলামে পরিপূর্ন জগত!

অমানিষায় আষ্টেপৃষ্টে লেপটে আছে

করোটির কোটর ও হৃদপিন্ড ——-

উহ! ক্রমশ যন্ত্রনায় কুঁকড়ে গেলো

শিরা-উপশিরা ধমনী!

আলো কি কালো? মনের নিক্তিতে থিতু

নিভৃতে নীরবে কাঁদে স্বত্তা-স্বকীয়তা

বিশ্বজুড়ে চলছে কৃত্রিম বেসাতির রম্য কাল

উইপোকার করাল থাবায় বিধ্বস্ত বিবেকের হাল!

নৈতিক অবক্ষয়’র তাড়নায় বিলীনের

পথ ধরছে আবেগ অনুভুতি

নেই সোচ্চার প্রতিবাদ

নেই ভাষা, নেই সাধ নেই আশা——

থরথর করে কাঁপছে বৃদ্ধা মধ্যমা তর্জনী

তুচ্ছতার প্রশ্নে কাগজ পলকেই উড়লো দিগন্তে

অপেক্ষায় থেকে থেকে বিষাদগ্রস্থ কলম-কালি

চোখের সামনে বিনা দোষে বর্ন বৈষম্যে

কাঁদছে মানবাত্মা, সেকি বীভৎস হত্যা!

ধর্ম গোত্র জাতি বর্নের চলছে লড়াই

বধ হতে চলছে মুল্যবোধ মানবতা

আহ্ কি এক পৈশাচিক উল্লাস!

জগন্য নৃশংস ভয়ঙ্কর বর্বরতা।

হাত-পা কোমর শিঁকল বাধা

আর কুলুপের কাছে মুখ নয় স্বাধীন

চিন্তা-চেতনায় ধরলো মরিচিকা

চোরাবালিতে সভ্যতা হলো যে পরাধীন!