আসুন জেনে নেই মজাদার মিষ্টি কুমড়ার পায়েসের রেসেপি

0
662

আমাদের দেশে মানুষ পায়েস সাথে পরিচিত থাকলেও । কিন্তু মিষ্টি  কুমড়ার  পায়েস সাথে আমাদের দেশের মানুষ এতো পরিচিত নয় । কিন্তি আমাদের দেশে কিছু অঞ্চলে মিষ্টি কুমরার পায়েস ব্যাপক জনপ্রিয় ।

এই পায়েস বানানো অতি হওয়ায় কেউ মাত্র ত্রিশ থেকে পয়তাল্লিশ মিনিটে জনপ্রিয় এই পায়েস তৈরি করতে পারবেন।

এটা যেমন স্বাদে ভরা, তেমনি পরিবেশনেও নজর কাড়ে। তাই ইফতারে ভাজাপোড়া জাতীয় খাবার না খেয়ে এর বদলে তৈরি করতে পারেন মিষ্টি কুমড়ার পায়েস। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

মিষ্টি কুমড়া গ্রেট করে নেওয়া- ৩ কাপ

ছানা- ১ কাপ

গুঁড়া দুধ- ২ কাপ

ঘন দুধ- ২ লিটার

চিনি- স্বাদমতো

এলাচ ও দারুচিনির গুঁড়া- সামান্য।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে দুধ নিয়ে জ্বাল করে নিন। দুধ ঘন হয়ে এলে তাতে গুঁড়া দুধ সামান্য পানিতে গুলে মিশিয়ে দিন। এবার এতে ছানা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর মেশান চিনি। চিনি থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে দিয়ে দিন গ্রেট করে রাখা মিষ্টি কুমড়া, এলাচ ও কাজু-পেস্তা কুচি। এবার হালকা আঁচে রান্না করুন। এভাবে ১৫-২০ মিনিট রান্না করুন। এবার নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 − three =