কোরআনের আলোকে কাব্য

0
433

শাহ কামাল সবুজ

 সূত্রঃ সূরা আত তাকবীর থেকে )

কাব্যিক রূপায়ণেঃ শাহ কামাল সবুজ

শুরু করছি আল্লাহর নামে

যার দখলে আকাশ যমিন

চাঁদ, সুরুয, গ্রহ, তারা

যার ইশারায় জাগে প্রতিদিন।

সূর্য যখন আলো দিবেনা

নক্ষত্ররা সব হবে মলিন

বুঝবে সেদিন তোমাদের দিন

ক্রমশঃ হয়ে যাচ্ছে বিলীন।

যেদিন সমূদ্র উত্তাল হবে

আসবে প্রলয়ঙ্করী ঢেঊ

বল, সেদিন কে বাঁচাবে

আছে কি এমন কেউ ?

জীবন্ত গ্রোথিত কন্যাকে তুলে

বলা হবে কি ছিল অপরাধ

কেন, জন্মেই তোমার জীবন

ওরা করে দিল বরবাদ?

খুলে দেয়া হবে আমলনামা

দেখবে যার যার কৃতকর্ম

পালাবে কোথায় হে অপরাধী

গায়ে পড়ানো হবে অগ্নিবর্ম।

পবিত্র কোরআন আল্লাহরবাণী

যিনি শক্তিশালী আরশের মালিক

মান্যবর রাসুল সন্মানিত সেখানে

তিনি আল্লাহর মহান প্রেমিক।

হে বিশ্ববাসী কোরআন পড়ো

আর আল্লাহর উপদেশ নাও

ইহকাল পরকালে মঙ্গল হবে

যদি সোজা পথে বাঁচতে চাও।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eight + nine =