ধামরাইয়ে রাতের আঁধারে অর্পিত ও কৃষি জমির মাটি লুট

0
441

ঢাকার ধামরাইয়ে অর্পিত ভিপি ও কৃষি জমির মাটি রাতের আঁধারে লুট কোন ক্রমেই থামছে না । ভেকু দিয়ে একটি সিন্ডিকেট চক্র দীর্ঘ দিন ধরে ট্রাক যোগে মাটি বিক্রি করছে ।জানাগেছে, ধামরাই উপজেলার সানোড়া গ্রামে অপিত ( ভিপি ) ও কৃষি জমির মাটি  চিহ্নিতদুই মাটি খেকু সিন্ডিকেট ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করে অবাধে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখের সামনে থেকে । অপিত ভিপি ও কৃষি জমির মাটি বিক্রি করলে অজ্ঞাত কারণে প্রশাসন রয়েছে নীরব ভূমিকায়। কুশুরা ইউনিয়ন ভূমি অফিস ও ধামরাই সহকারী কমিশনার ভূমি অফিসে মাটি বিক্রির ব্যাপারে অভিযোগ করে ও এলাকাবাসী আইনগত কোন প্রতিকার পাচ্ছে না । যে কারনে মাটি খেকু চক্রটি অবাধে মাটি কেটে বিক্রি করেই চলছে দাপটে সাথে । এই মাটি খেকু সিন্ডিকেট চক্রটি অর্থের বিনিময়ে প্রশাসনকে ম্যানেজ করে অবাধে অপিত ভিপি ও কৃষি জমির মাটি ভেকু দিয়ে কেটে ট্রাক যোগে ইটভাটায় বিক্রি করে জলাশয় করেই চলছে । যেন দেখার কেউ নেই । এ দিকে কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। মাটি খেকু চক্রটি প্রভাবশালী হওয়ায় কারনে এলাকার কোন ব্যাক্তি কে তারা তোয়াক্কা করছে না । আর এ ভাবেই ধামরাইয়ে সানোড়া গ্রামে অপিত ভিপি ও কৃষি জমি বিলিন হয়ে পরেছে ।

এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও ) হোসাইন মোহাম্মদ হাই জকি এ প্রতিবেদককে বলেন , মাটি কাটা বন্ধ করা হয়েছিল , পূনরায় আবার আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

six + 12 =