রংপুরের বিভিন্ন থানায় হরিজন অধিকার আদায় সংগঠন এর বৈষম্য বিরোধী প্রতিবাদী সমাবেশ

0
259

১০এপ্রিল’২২ রবিবার হরিজন অধিকার আদায় সংগঠন,রংপুর জেলার উদ্যোগে জাত-পাত ও পেশার কারণে হরিজন জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের প্রতিবাদে ও হরিজন জনগোষ্ঠীর নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও  জীবন মান উন্নয়নের সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার দাবিতে রংপুর জেলার বিভিন্ন থানা ও অঞ্চলে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।হরিজন অধিকার আদায় সংগঠন রংপুর, রংপুর জেলা কমিটি মানববন্ধন সমাবেশ কাচারি বাজার চত্ত্বরে বেলা ১২টায় অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে মুক্তির কান্ডারি সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য বৃষ্টি রানীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন হরিজন অধিকার আদায় সংগঠন,রংপুর জেলার সভাপতি সুরেশ বাসফোর।বক্তব্য রাখেন হরিজন অধিকার আদায় সংগঠন,রংপুর জেলার উপদেষ্টা নন্দলাল বাসফোর,উপদেষ্টা কানাইলাল বাসফোর,  দপ্তর সম্পাদক রনজিত বাসফোর,সদস্য কৃষ্ণ বাসফোর প্রমুখ।বক্তারা বলেন,বর্তমান সভ্য উন্নত যুগেও হরিজন জনগোষ্ঠীকে তার জাত-পাত,পেশা-ভাষা ও পোষাকের কারণে সমাজে বৈষম্যের শিকার হতে হচ্ছে।স্বাধীন দেশে আজও পরাধীনতার শিকল পড়িয়েছে এই বৈষম্য। যা আমাদের জীবন-মান উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।আমরা ভোট দেই কিন্ত  শিক্ষা,চিকিৎসা,বাসস্থানসহ নাগরিক অধিকার থেকে বঞ্চিত। নানা সমস্যার জর্জরিত এই হরিজ জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় নেই কোন কার্যকর উদ্যোগ।তারা আরো দাবি করেন যে হরিজন জনগোষ্ঠী নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও জীবন-মান উন্নয়নেসমাজের শিক্ষিত সচেতন বিবেকবান মানুষদের এগিয়ে আসার আহ্বান করেন।রংপুর সদর ছাড়াও বৈষম্য বিরোধী প্রতিবাদী মানববন্ধন-সমাবেশ বদরগঞ্জ থানা,পীরগঞ্জ থানা ও পাগলাপীর অঞ্চলে অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × 4 =