Site icon Aparadh Bichitra

প্রেমময়ী কবি

কবি -সুরাইয়া পারভীন লিলি

বিদ্রোহী কবি কাজী নজরুল

তুমি বাংলার অহংকার,

তোমার বজ্রকন্ঠে রাষ্ট্রদ্রোহীদের – বিরুদ্ধে তুলেছিলে বিদ্রোহের– ঝড়।

তুমি সাম্যের কবি, তুমি প্রেমময়ী কবি

করোনী ভেদাভেদ জাতের,

অগ্নি শিখায় পুড়িয়ে নিজেকে

সন্ধান করেছো ভাতের।

তুমি প্রকৃতির কবি, তুমি জাতীয় কবি

ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন —

করেছিলে জেলে বসে,

তোমার চোখে আগুন ঝরেছে

বাংলার জনতা একত্রিত হয়েছে অবশেষে।

তুমি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছো

হয়েছো জেলে বন্দী,

বিদ্রোহের গান গেয়েছো তুমি

সেথায় টেকেনি কোন ফন্দি।

তুমি ব্রিটিশ বিরোধী প্রতিবাদ করে

তুলেছিলে সেথায় ঝড়,

বাংলার জনতাকে দেশপ্রেম শিখিয়েছো

ব্রিটিশদের করেছো পর।

সাহস জুগিয়ে দেখিয়ে দিয়েছিলেন

তুমি গাহিয়া সাম্যের গান,

মরিয়া ও আজ অমর তুমি

তোমার কবিতায় খুঁজে পাই —

আমরা তোমার প্রাণ।

তুমি মুদির দোকানের খোকা থেকে

হয়েছো মসজিদের মোয়াজ্জেম,

জীবনটাকে বাঁজিয়ে দেখিয়েছো

তুমি, খেলিয়া নির্ভয় গেইম।

তোমার স্মরণে পথ চলেছি আমরা

চলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

দেশের জন্য উৎস্বর্গ করে গেছেন

তিনি – স্বপরিবারে দিয়ে প্রাণ।

তুমি শিখিয়ে গিয়েছো দেশপ্রেম

শুনিয়ে গিয়েছো সাম্যের গান,

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের জন্য

মুজিব করে গেলেন জীবন দান

তুমি বাসিয়া ভালো নার্গিস কে

খোঁপায় পরালে তারার ফুল,

আলতা পায়ে দু-পায়ে তাঁহার

কানেতে পরালে দুল।

তাই তো তুমি মরিয়াও আজ

অমর হয়ে রয়েছো এই বিশ্বে,

তোমার গান তোমার কবিতা

রয়েছে এখন ও শীর্ষে।

সাহস জুগিয়ে দেখিয়ে দিয়েছিলেন

তুমি গাহিয়া সাম্যের গান,

মরিয়া ও আজ অমর তুমি